Header Ads Widget

 


তাড়াইলে ৫ ই আগষ্ট বিজয় রেলি করে বি,এন,পি


 তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৫ই আগষ্ট উপজেলা বি এন,পি বিজয় রেলি করে, জানা যায় দুপুর তিন গঠিকায় তাড়াইল উপজেলা পরিষদ চত্ত্বরে খন্ড খন্ড মিছিল নিয়ে সাত ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা এসে জমায়েত হয়।

 সাড়ে তিটার দিকে উপজেলার মেইন সড়ক গুলি প্রদক্ষিণ করে  এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বি এন পির সভাপতি সারোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম সাবেক সভাপতি ছাইদুজ্জামান মোস্তফা যুবদল আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর হাসান রাকিব,ছাত্র দল সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ ইউনিয়ন বি এন পির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ রেলি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা বক্তব্যে বলেন ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার এক বৎসর, আজ ৫ ই আগস্ট শপত নিতে হবে এই বাংলাদেশে আর কোন ফ্যাসিষ্টের জন্ম না নিতে পারে এই দিকে সজাক দৃষ্টি রাকার আহ্বান জানান সিনিয়র নেতারা। 

Post a Comment

0 Comments