শামীম আহম্মেদঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চাঁদপুর বাজারের চা বিক্রেতা আব্দুর রাজ্জাক উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ২ আগস্ট শনিবার ভোরে বাজারে তার চায়ের দোকান খুলার প্রাক্কালে হঠাৎ দুজন অতর্কিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে তিনি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারান। জানা গেছে, পার্শ্ববর্তী রাধাকানাই ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মৃত মোন্তাজ আলীর ছেলে মোকছেদ আলী ও মফিজ উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
স্থানীয়রা বলছেন, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ৭/৮ জন মানুষদের উপর আক্রমণ করেছে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের জমি দখল করে রেখেছে মোকছেদ গংরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় জমি উদ্ধারের পর থেকেই আক্রমণের চেষ্টা করে যাচ্ছে তারা।
আব্দুর রাজ্জাক বলেন, তার নিজের জমি জোড়পূর্বক অভিযুক্তরা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করেছে।
এ ঘটনায় অভিযুক্তদের কাওকেই খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে। খুব দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments