Header Ads Widget

 


ফুলবাড়ীয়ায় চা বিক্রেতার উপর সন্ত্রাসী হামলা


শামীম আহম্মেদঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চাঁদপুর বাজারের চা বিক্রেতা আব্দুর রাজ্জাক উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


‎গত ২ আগস্ট শনিবার ভোরে বাজারে তার চায়ের দোকান খুলার প্রাক্কালে হঠাৎ দুজন অতর্কিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে তিনি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারান। জানা গেছে, পার্শ্ববর্তী রাধাকানাই ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মৃত মোন্তাজ আলীর ছেলে মোকছেদ আলী ও মফিজ উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।

‎স্থানীয়রা বলছেন, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ৭/৮ জন মানুষদের উপর আক্রমণ করেছে।


‎ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের জমি দখল করে রেখেছে মোকছেদ গংরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় জমি উদ্ধারের পর থেকেই আক্রমণের চেষ্টা করে যাচ্ছে তারা।

‎আব্দুর রাজ্জাক বলেন, তার নিজের জমি জোড়পূর্বক অভিযুক্তরা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করেছে।


‎এ ঘটনায় অভিযুক্তদের কাওকেই খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।


‎ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে। খুব দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments