Header Ads Widget

 


মুক্তাগাছায় প্রাকৃতিক সম্পদ রক্ষা ও টেকসই ব্যবহারে স্থানীয় সরকার ও পরিবেশ বিভাগের সমন্বয়ে কর্মশালা

 


বাবলু আকন্দঃ প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার এবং রক্ষাবেক্ষণ সংক্রান্ত স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও পরিবেশ বিভাগের ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বিআরডিবি হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা (IHREP) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।


এসময় সাবেক কাউন্সিলর দেলুয়ারা আক্তার বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, বিশেষ করে স্থানীয় পর্যায়ে।


উপজেলা কোডিনেটর সুহাস চিরান বলেন,  প্রাকৃতিক সম্পদের অপব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই স্থানীয় সরকার ও পরিবেশ বিভাগকে একসাথে কাজ করতে হবে।


একজন শিক্ষক প্রতিনিধি বলেন, পরিবেশ বিষয়ক সচেতনতা স্কুল পর্যায় থেকেই শুরু করা দরকার। ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবার এবং সমাজে প্রভাব পড়বে।

এছাড়া পিসিপিআর-এর একজন প্রকল্প কর্মকর্তা বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে নীতিনির্ধারক ও বাস্তবায়নকারীদের মধ্যে সমন্বয় তৈরি করা, যাতে তারা একযোগে কাজ করতে পারেন।

কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments