Header Ads Widget

 


মুজাটি পূর্বপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নৈশভোজের আয়োজন


 মুক্তাগাছা প্রতিনিধিঃ মুজাটি পূর্বপাড়া এলাকার আশরাফ উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসায় এক নৈশভোজের আয়োজন করা হয়েছে নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে এবং কালা মিয়া বিরানি হাউজ এর সহযোগিতায়।


এই আয়োজনে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নৈশভোজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


নয়ন স্মৃতি সংসদের সদস্যরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক এবং সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। কালা মিয়া বিরানি হাউজ-এর পক্ষ থেকে এই আয়োজনের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।


স্থানীয়দের মধ্যে এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments