Header Ads Widget

 


ফুলপুরে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্প গ্রহণে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে অনুষ্ঠিত হলো "নাগরিক ভাবনা" শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা সরাসরি অংশগ্রহণ করেন মতামত ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক।


সভায় আরও উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল ও সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা।


এছাড়াও সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিকদের উপস্থিতি ছিল।সভায় বক্তারা বলেন— নাগরিক অংশগ্রহণ ছাড়া উন্নয়ন প্রকল্প টেকসই হতে পারে না। জনগণের চাহিদা অনুযায়ী পরিকল্পনা প্রণয়নই আধুনিক পৌরসভা গঠনের পূর্বশর্ত।


সভাপতির বক্তব্যে মেহেদী হাসান ফারুক বলেন, “পৌরসভার প্রকল্প গ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের চাহিদা প্রাধান্য পাবে।”প্রধান অতিথি সাদিয়া ইসলাম সীমা বলেন, “এই মতবিনিময় সভা প্রমাণ করে যে, জনগণের অংশগ্রহণ থাকলে উন্নয়ন বাস্তবায়ন অনেক বেশি কার্যকর হয়। উন্নয়নের প্রকৃত সফলতা তখনই আসে, যখন তাতে জনগণের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত হয়।”সভায় নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা পৌর প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

Post a Comment

0 Comments