Header Ads Widget

 


তাড়াইলে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 


তারাইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের  তাড়াইল উপজেলায় ১৯ শে জুন রোজ বৃহস্পতিবার দুপুর এক গটিকায় এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জানা গেছে বিগত ১৩ ই মে সকাল ১১গঠিকায় কাজলা ব্রীজের নিকট অটো রিক্সা দুর্ঘটনায় আঃ জলিল (৭০) নামের এক লোক আহত হয়,এই বিষয়টি এলাকার গন্য মান্য লোকজন দরবার শালিশের মাধ্যমে ড্রাইভার এর কাছ থেকে চিকিৎসা বাবত কিছু টাকা দেয়,অটো ড্রাইভার সাদ্দাম মিয়া।  এই দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে আঃ জলিল পাছ জন কে আসামী করে  তারাইল থানায় মামলা দায়ের করে যার নাম্বার ১০(৫)২৫ জি,আর নং ৬৮/২৫ ধারা ১৪৩/৩৪১/৪২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪দন্ড বিধি যা এলাকা বাসী জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে  এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামী গনের অব্যহতির দাবীতে মানব  বন্ধন ও বিক্ষোভ  সমাবেশ করে, এতে বক্তারা বলেন যাএী আঃ জলিল আসামীদের দ্বারা কোন রখম আগাত প্রাপ্ত না হইয়া মিথ্যা ও বানোয়াট মামলা আনয়ন করিয়াছে উক্ত মামলা টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলটি পরিচালনার জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করে। 


 

Post a Comment

0 Comments