ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এ স্লোগানকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে ইসলামী ছাত্রশিবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ এমদাদুল হক।বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম হামিম।সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ফুলপুর উপজেলা সভাপতি রেদোয়ান হাসান।
সঞ্চালনায় ছিলেন ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আফজাল হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ফুলপুর উপজেলার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।
0 Comments