তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে চুরির ঘটনা প্রতি রাতেই ঘটছে।
জানা গেছে অদ্য ২৬শে মে রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক দুই গঠিকায় বেলংকা বাউনা বাড়ি আাঃ গনি মিয়ার বাড়ির বসত ঘরের জানালা ছিটকনি খোলে প্রবেশ করে নগদ (দশ হাজার) টাকা ও প্রতি বেশি সুজন মিয়ার ঘরে প্রবেশ করতে চাইলে সুজন মিয়ার ঘুম ভেঙে গেলে চুরে দৌড় দিয়ে পলায়ন করে।
সকাল থেকে বেলংকা বাজারে এই চুরি নিয়ে আলোচনা চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এলাকার চৌকিদার দফাধার কে ঈদুল আজহার আগ মুহুর্তে এলাকায় পাহারা জোরদার করার জোর দাবী জানান।

 
 
 
 
 
 
0 Comments