Header Ads Widget

 


মুক্তাগাছায় প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বিদায়

 


বাবলু আকন্দঃ শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মুক্তাগাছা উপজেলার ঝনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমল চন্দ্র আচার্য্য।


দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই ছাত্র-ছাত্রীরা রাজকীয়ভাবে ফুলজ্জিত গাড়িতে করে বিদায় জানালেন প্রিয় শিক্ষককে। তার ছাত্র-ছাত্রীরা কেউ এখন ডাক্তার, ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কেউ আবার দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তবে প্রিয় শিক্ষকের বিদায় বেলায় কর্মব্যস্ততা আটকাতে পারেনি তাদের। শিক্ষককে শেষবারের মত স্মরণীয় বিদায় জানাতে তারা ছুটে এলেন বিদ্যালয়ে। মুক্তাগাছার ঝনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমল চন্দ্র আচার্য্যকে এভাবেই বিদায় জানান শিক্ষার্থী ও শিক্ষকরা।


গতকাল বৃহস্পতিবার সহকারী শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় কান্নায় ভেঙ্গেপড়েন শিক্ষার্থীসহ সহকর্মীরা।


শ্রী অমল চন্দ্র আচার্য্য স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো একজন মানুষ ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি।


বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল হক বিএসসি, শ্রী প্যারি মোহন দত্ত, মোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, আব্দুর রশিদ, সাইদুর রহমান, প্রাক্তন ছাত্র রেজাউল করিম, হাসিবুর রহমান, আব্দুল জলিল, দিদারুল ইসলাম, আলমগীর হোসেন, মনিরা তরফদার, শামিমা আক্তার, রফিকুল ইসলাম, সালমা আক্তার শিউলি, আবুল কালাম, আমিরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল, আব্দুল আলীম, হাবিবুর রহমান, আব্দুল আলীম,মোঃ আশরাফুল আলম, তুষার আহমেদ সুমন, শাকিল হোসাইন প্রমুখ্য। এরপরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।


শ্রী অমল চন্দ্র আচার্য্য  ১৯৯০ সালে মুক্তাগাছার ঝনকা উচ্চ বিদ্যালয়ের গনিতের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে আদ্যবদি সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে এসেছেন তিনি।  প্রায় দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করে আজ অবসরে যান গুণী এই শিক্ষক।##

Post a Comment

0 Comments