Header Ads Widget

 


ফুলপুরে বিএনপির উদ্যোগে বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ


 ফুলপুর প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে পোস্ট অফিস সংলগ্ন  বদ্ধ  ভূমিতে  শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে  ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফুলপুর - তারাকান্দা সংসদীয় আসনের সাবেক এমপি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাশার আকন্দের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার , পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, সাবেক সদস্য নজরুল ইসলাম আর্মি,ফুলপুর উপজেলা যুবদলের,  সভাপতি সানোয়ার হোসেন খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,  ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক,  পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক,  উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস  সহ ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ  অংশ নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আজকের নিউজের  ফুলপুর উপজেলা প্রতিনিধি মাওলানা মোহাম্মদ ফয়জুর রহমান। 

Post a Comment

0 Comments