ইকবাল হুসাইন,ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে চাষীদের মাঝে উন্নতপ্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃআজমত আলী আকন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপ- সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃমনোয়ার হোসেন,অনুষ্ঠান পরিচালনা করেন ফুলপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবু তালেব।প্রধান অতিথির বক্তব্যে আকন্দ বলেন,পাটচাষে জমি উর্বরতা বৃদ্ধি হয়,পলিথিন এর পরিবর্তে আমরা পাটের ব্যগ ব্যবহার করতে পারি। উপজেলায় পাট চাষীদের মাঝে যারা বেশি উৎপাদন করে লাভবান হয়েছে তাদের চার জনকে পুুরুস্কার প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
0 Comments