Header Ads Widget

 


ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে শহিদদের স্মরণে সাংবাদিক সম্মেলন


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ ও শহীদ ছফর আলী এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ফুলবাড়িয়া কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ রিদওয়ান হোসাইন সাগর স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল বুধবার (২৭ নভেম্বর) ফুলবাড়িয়া  কলেজ কর্তৃক কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার সাংবাদিকদের বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি বেদনাদায়ক অধ্যায়। ২০১৬ সালের ২৭ নভেম্বর আজকের এইদিনে ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে এ কলেজের সহ.অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলী আত্মাহুতি দিয়েছেন। আমরা জানি ফুলবাড়িয়ায় শিক্ষা বলতে একটি নাম,সেটি হচ্ছে ফুলবাড়িয়া কলেজ। এ কলেজ সরকারিকরণ করা সকলের প্রাণের দাবি হলেও তা আদৌও বাস্তবায়ন হয়নি।  

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এ কলেজের স্নাতক (সম্মান) হিসাব বিজ্ঞান বিভাগের  চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী রিদওয়ান হোসাইন সাগর জেলায় প্রথম শহিদ হয়েছেন। প্রসঙ্গক্রমে অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার বলেন,আমরা বারবার আত্মাহুতি দিচ্ছি। কলেজটি সরকারি হওয়ার মতো সব ধরনের যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হওয়ায় প্রাণের দাবিটি  প্রতিষ্ঠিত হয়নি। কলেজ সরকারিকরণ আন্দোলনে দুজন জীবন দিয়েছেন। অনেকেই হামলা মামলার শিকার হয়েছেন। তবুও উল্টো শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আদালত ৫ টি মামলা খারিজ করে দিয়েছে। শিক্ষকদের গলায় এখনো বিশেষ ক্ষমতা আইনের মামলা ঝুলছে।

অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার আরও জানান,কলেজ আন্দোলনে অধ্যাপক আবুল কালাম আজাদ ও ছফর আলী নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে। প্রাণের বিদ্যাপীঠ ফুলবাড়িয়া কলেজ সরকারি করণ করা হলে শহিদ ও আহত শিক্ষকদের আতœা শান্তি পাবে। শহিদদের স্মরণে বৃহস্পতিবার শোক র‍্যালি, প্রামাণ্য চিত্র ও কলেজ মাঠে ৩ শহিদ পরিবারকে সম্মাননা স্মারক দেওয়ার কথা রয়েছে। এসময় ফুলবাড়িয়া কলেজের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, আজহারুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল মতিন, ইকবাল হোসেন, মাহবুবুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।  

Post a Comment

0 Comments