বাবলু আকন্দঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন, বিএনপি নেতা মোখলেছুর রহমান, এটিএম ইলিয়াস, ফারুক আহমেদ খোকা, আবুল হাশিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল হক, সদস্য সচিব আসাদ ফরাজি প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক। ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবাদানে নিয়োজিত ছিলেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হাসিমুল এহেছান সোহাগ, হাড়জোড়া বাত ব্যাথা রোগ বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোঃ শফিউল আলম লোটাস, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মোঃ মোহসীন। দন্ত সেবায় ছিলেন আই এইচটি ঢাকার লেকচারার মোঃ আইনুল হক, দন্ত ও প্রযুক্তি বিদ মাহিনুর ইসলাম কিরন, শামীম আহমেদ সুমন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোখলেছুর রহমান, মোঃ হোসাইন উদ্দিন রুবেল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস, হৃদরোগ, হাড়জোড়া বাত ব্যাথা রোগ ও মেডিসিন রোগের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ২ লক্ষাধিক টাকার ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে সহস্ররাধিক লোক চিকিৎসা সেবা গ্রহন করেন।
0 Comments