বাবলু আকন্দঃমুক্তাগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পন করা হয়। নতুন বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পৌর সভা চত্বরে রক্তিম স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর সভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নারী ও শিশু কোর্টের পিপি এড. বদর উদ্দিন আহমেদ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। অপরদিকে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, শিশু কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
0 Comments