Header Ads Widget

 


ময়মনসিংহের মুক্তাগাছায় টিএমএসএস’র শাখা উদ্বোধন


মুক্তাগাছা প্রতিনিধি:ময়মনসিংহের মুক্তাগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’এর মুক্তাগাছা শাখা ও চেচুয়া বাজার শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুক্তাগাছা উপজেলা ও বিকালে চেচুয়া বাজারে টিএমএসএস’এর পৃথক দুটি শাখা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে টিএমএসএস’ এর সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবিব মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র জোনাল ম্যানেজার মো: জিন্নাতুল ইসলাম, জামালপুর জোনের জোনাল ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন, মুক্তাগাছার পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, টিএমএসএস ধনবাড়ী অঞ্চল প্রধান মো: মেহেদী আলম, এরিয়া ম্যানেজার (প্রশাসন) মো: মেহেদী হাসান, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: কবির হোসেন, এসআই দিলিপ চন্দ্র, টিএমএসএসের  মুক্তাগাছা শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল হক, চেচুয়া বাজার শাখার ব্যাবস্থাপক মো: মশিউর রহমান, ২নং বড়গ্রাম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, ইউপি সদস্য শাহাআলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ঋণ নিয়ে তা আয়মূলক কাজে ব্যবহার করতে হবে, তা না হলে এই ঋণ কোন কাজে আসবে না আর পরিশোধ করাও কঠিন হবে। পরে দুটি শাখায় ৩৭ জন সদস্যের মাঝে ১৮ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।

Post a Comment

0 Comments