Header Ads Widget

 


মুক্তাগাছায় নবনির্বাচিত সংসদের সাথে সাংবাদিকদের মতবিনিময়


কামরুল হুদা আকন্দ (বাবলু): ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলামের সাথে মুক্তাগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম।


অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা প্রেসক্লাবের সহসভাপতি আবু সালেহ মোঃ মুসা, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী প্রমুখ।


সভায় প্রধান অতিথি বলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সমন্নত রেখে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর মাধ্যমে সুন্দর সমাজ গড়েতুলতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও জাতিকে উন্নত শিখরে পৌছেতে দিতে পারে। আমাদের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। মুক্তাগাছা সকল সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে মুক্তাগাছাকে একটি স্মার্ট মুক্তাগাছা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মুক্তাগাছায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


Post a Comment

0 Comments