Header Ads Widget

 


খালেদা জিয়ার মৃত্যুতে মুক্তাগাছায় শোকের ছায়া: নয়ন স্মৃতি সংসদের দেয়ালিকা প্রকাশ

 


বাবলু আকন্দঃ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে ময়মনসিংহের মুক্তাগাছায়। দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌরশহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোক দেয়ালিকা (দেয়ালি) লাগিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নয়ন স্মৃতি সংসদ’।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামের এক অবিচল প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই মুক্তাগাছা বাসস্ট্যান্ড, পৌরসভা মোড় বিভিন্ন এলাকায় নয়ন স্মৃতি সংসদের পক্ষ থেকে শোকবার্তা সম্বলিত এই দেয়ালিকাগুলো দৃশ্যমান হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের কথা বলে গেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের মতো তরুণ প্রজন্মের কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।"

মুক্তাগাছার সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর এই প্রয়াণে দেশজুড়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Post a Comment

0 Comments