Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

 


ফুলবাড়িয়া,প্রতিনিধিঃ দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে।

‎ বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োাজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আয়োজন করা হয়।

‎উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর  সভাপতিত্বে ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।

‎প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা,ঔষধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম স্টল পরিদর্শন করে আয়োজক ও খামারিদের সাথে মতবিনিময় করে উৎসাহ প্রদান করেন।

Post a Comment

0 Comments