ফুলবাড়িয়া,প্রতিনিধিঃ দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োাজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর সভাপতিত্বে ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা,ঔষধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম স্টল পরিদর্শন করে আয়োজক ও খামারিদের সাথে মতবিনিময় করে উৎসাহ প্রদান করেন।

0 Comments