মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় রূপালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে গড়িমসি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভ’ক্তভোগী মুক্তাগাছায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, রেহেনা পারভীনের রূপালী ব্যাংক একাউন্ট নাম্বার ০৯২৭০১০০০৩৬৩৭ এ গত ২৯/০৯/২৫ ইং তারিখে তার মেয়ে ত্রিশ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে বৃহস্পতিবার ০৫/১০/২৫ ইং তারিখে মুক্তাগাছা রূপালী ব্যাংক শাখায় টাকা উত্তোলন করতে গেলে একাউন্ট সেকশন থেকে জানায় তার একাউন্টে কোন টাকা নেই। পরে তিনি ব্যাংক ম্যানেজারের কক্ষে গিয়ে তার সাথে লেনদেন সংক্রান্ত প্রাপ্ত মেসেজ দেখিয়ে টাকার কথা বললে তিনি কৌশলে গ্রাহকের মোবাইল ফোন নিয়ে ফোনে থাকা সকল ডকুমেন্ট ডিলিট করে দেন। এবং ভ’ক্তভোগিকে বলেন যে তার একাউন্টে কোন টাকা নেই। তার টাকা চট্টগ্রামে চলে গেছে।
ভ’ক্তভোগি রেহেনা পারভীন বলেন, আমার মেয়ে ঢাকা থেকে রূপালী ব্যাংকের মাধ্যমে আমার একাউন্টে টাকা পাঠায় । পরে আমি ব্যাংকে টাকা উঠাতে গেলে তারা বলে আমার একাউন্টে কোন টাকা নেই। টাকার বিষয়ে বারবার জানতে গেলে ব্যাংকের ম্যানেজার তার সাথে দূর্ব্যবহার করে বলেও অভিযোগ করেন।
পরবর্তিতে বিষয়টি নিয়ে ভোক্তভোগি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্মরণাপন্ন হলে তাকে তারা থানায় অভিযোগের পরামর্শ দেন।
এবিষয়ে মুক্তাগাছার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোফ বলেন, এ বিষয়ে রেহেনা পারভীন নামে এক ভদ্র মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
রূপালী ব্যাংক মুক্তাগাছা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম হোসাইন বলেন, রেহেনা পারভীন ব্যাংকে এসেছিল। আমরা পর্যবেক্ষণ করে দেখেঠি তার টাকা গত মাসের ২৯ তারিখ মোবাইল এ্যাপের মাধ্যমে অন্যত্র ট্রান্সফার হয়েছে। এখানে গ্রাহকের টাকা নিয়ে আমাদের পক্ষ থেকে গড়িমসি করার সুযোগ নেই। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি।
0 Comments