Header Ads Widget

 


মুক্তাগাছা নামা মহিষতারায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত


 বাবলু আকন্দঃ হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে  যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নে নামা মহিষতারা এতিম খানা বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে হাডুডু খেলা আয়োজন করা হয়েছে।


১৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে নামা মহিষতারা বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।এই আয়োজনে উৎসবমুখর পরিবেশে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে হাজারো দর্শক।ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আয়োজিত হাডুডু খেলায় অংশগ্রহণ করেন এলাকার নবীন ও প্রবীণ দল।

এই খেলার আয়োজন করেছেন যুবদল নেতা মোঃ সাদাম হোসেন,মোঃ মিজানুর রহমান ও মোঃ মোসলেম উদ্দিন।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এবং খেলার উদ্বোধন করেন, ৯নং কাশিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম কেরানী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং কাশিমপুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,৯নং ওয়ার্ড বিএনপি আতিকুর রহমান।৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিক মেম্বার,৯নং কাশিমপুর যুবদল নেতা সাইদী সাহেব,মহিবুর রহমান ফরাজী,দ্বীন মোহাম্মদ।সেচ্ছাসেবক দলের মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী।


এখানে নবীন ও প্রবীণদের দুই দলের মধ্যে খেলা হয়,খেলার প্রথম অংশে প্রবীন দল এগিয়ে থাকলেও শেষ অংশে বিজয় পায় নবীন দল এবং প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি গ্রহণ করেন।


এই সময় বক্তারা বলেন হাডুডু গ্রাম বাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকখেলা।এক সময় বাংলার প্রতিটি গ্রামে এ খেলার প্রচলন ছিলো।গ্রামীন সমাজে হাডুডু শুধু খেলা নয়,এটি ছিল এক ধরনের মিলন মেলা।

কালের বিবর্তনে,প্রযুক্তির বিনোদন এর ভীরে, এই খেলা প্রায় বিলুপ্তির পথে।

Post a Comment

0 Comments