Header Ads Widget

 


মুক্তাগাছায় কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা

 


বাবলু আকন্দঃ মুক্তাগাছায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মানাজিল পরিবারের উদ্যোগে শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে মুক্তাগাছা প্রি-ক্যাডেট স্কুল ও মানাজিল প্রি-ক্যাডেট মাদরাসার সার্বিক ব্যবস্থাপনায় সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মুহাম্মদ মুনান এর সঞ্চালনায় মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালন কৃষিবিদ ইকবাল মুহাম্মদ মুনতাসির। উদ্বোধক ছিলেন জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মদ ইবনে হাফেজ্জী। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তাগাছা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ আখতারুজ্জামান, মনিরামবাড়ী আলিয়া মাদ্রাসার প্রভাষক মুস্তফা রায়হান, ইসলামী যুব আন্দোলন নেতা হাফিজ জাকারিয়া, এসআই সাখাওয়াত আকন্দ, মানাজিল পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানে ১২জন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়াও এ প্লাস প্রাপ্তদের ধন্যবাদ কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গলের জন্য দোআ করা হয়।

Post a Comment

0 Comments