বাবলু আকন্দঃ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার থেকে বাইরে রাখার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ, ডিএসপুলে বিদ্যমান কোটার বিলুপ্তকরণ, আন্তঃক্যাডার বৈষম্য বিলুপ্তকরণ, বিসিএস ব্যাচভিত্তিক পদোন্নতি নিশ্চিতকরণ, সকল ক্যাডারের সমতা নিশ্চিতকরণের দাবীতে সারাদেশের ন্যায় মুক্তাগাছায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে বৃহস্পতিবার সকালে মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ বশির উদ্দিন খান এর নেতৃত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ বশির উদ্দিন খান, সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক রেজাউল করিম, প্রভাষক এমদাদুল হক ফকির, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, ডেন্টাল সার্জন ডা. মাহফুজুর রহমান, ভ্যাটেনারী সার্জন আনোয়ার পারভেজ লিহন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিলুপ্তি হয়েছে। কোটার সংস্কার হয়েছে। আমরাও চাই এ বৈষম্যের বিলুপ্তি হোক। কমিশনের শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার চাওয়া বদলাতে হবে। বর্তমান সরকারের গৃহিত সংস্কার কাজের জায়গায় আমাদের অধিকার ও দাবী গুলো তুলে ধরতে এ কর্মসূচী। আমাদের ২৫% কোটার মধ্যে ফেলে অধিকার থেকে বঞ্চিত করে রাখার এ জাল ছিন্ন করতে হবে। কোটাভিত্তিক ব্যাবস্থা বিলুপ্তি করে ২৬ ক্যাডারের পদোন্নতি একসাথে দিতে হবে।
0 Comments